Bangladesh

NTV Bangladesh Eid Schedule 2015

NTV Bangladesh will telecast Eid Special programs, Eid Natok, Eid Telefilm & Eid special Serial Natoks in this Eid-ul-Fitr 2015. NTV Eid 2015 TV Programme Schedule have the following special Natok & Telefilms.

[divider size=”large”]

এনটিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ভ্যানিটি ব্যাগ। লিখেছেন ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, সাজু খাদেম, ঊর্মিলা, স্পর্শিয়া প্রমুখ।

মফস্বল শহরের দুই হোমিও চিকিৎসক। তারিক আনাম খান রোগীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, কিন্তু তাঁর রোগী নেই। অন্যদিকে জাহিদ হাসান রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, অথচ তাঁর দোকানে রোগীর লম্বা লাইন। জাহিদ হাসানের বউ নেই। স্পর্শিয়া ও রিচির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে সে। কিন্তু শেষ পরিণতি হয় তাঁর সহকারী ঊর্মিলার সঙ্গে। ‘ডাবল ফান্ড প্রজেক্ট’ নামে একটা সমিতি চালান তারিক আনাম খান। ঢাকা শহরে এসে সমিতির আট লাখ টাকাসহ তাঁর ভ্যানিটি ব্যাগটি হারিয়ে যায়। ব্যাগটা পায় সাজু খাদেম।

একটি আদর্শ বিদ্যালয় – Ekti Adorsho Biddyaloy – NTV Eid Natok 2015 (Non-stop telecast/No Ads)

এনটিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে বিরতিহীন নাটক একটি আদর্শ বিদ্যালয়। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনি, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

সবুজ খেয়াল করে, গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে ঠিকই, কিন্তু সত্যিকারের মানুষ হচ্ছে না। তাদের সাধারণ জ্ঞান নেই বললেই চলে। মানুষ হাসতে ভুলে গেছে। তাই সবুজ ঠিক করেছে, সে গ্রামে বটগাছের নিচে একটি আদর্শ বিদ্যালয় গড়বে। যেখানে গ্রামের সবাই সাধারণ জ্ঞানে শিক্ষিত হয়ে হাসিমুখে সব কাজ সমাধান করা শিখবে। সবুজের এই ম্যাজিকটা চোখে পড়ে অনেকের। কারণ বদলে যাচ্ছে গ্রাম।

এভাবে চলে যেও না – Ebhabe Chole Jeo Na – NTV Eid Natok 2015 (Non-stop telecast/No Ads)

এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে বিরতিহীন নাটক এভাবে চলে যেও না। লিখেছেন ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। অভিনয় করেছেন নীলয়, ঊর্মিলা, আফরিনা, মাসিয়াত, সৌমি, লিন্ডা লিউ, রবিন প্রমুখ।

সাজিদ আর সানজানা। তিন বছর ধরে প্রেম করেছে তারা। এর মধ্যে প্রায় শতবার সম্পর্ক ভেঙেছে সানজানা। আবার তা ঠিকঠাক করেছে সাজিদ। এবার তাদের বাগদান হয়েছে। শিগগিরই বিয়ের অনুষ্ঠান হবে। সানজানার সম্পর্ক ভাঙাকে স্বাভাবিকভাবেই নেয় সাজিদ। ভাবে, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তবের পার্থক্য অনেক।

স্টোরি বোর্ড – Story Board – NTV Eid Serial Natok 2015

এনটিভিতে ঈদের দিন রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক স্টোরি বোর্ড। লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, মোশাররফ করিম, তারিন, প্রভা, মিশু সাব্বির, সমাপ্তি ওয়াদুদ, শিল্পী সরকার অপু, খালেদা আক্তার কল্পনা, আরফান প্রমুখ।

ইফতেখারের পরিবার বলতে মা, বোন অহনা আর মুমু। অহনা ঢাকায় একটা কলেজে ভর্তি হয়। হঠাৎ গ্রামে ফিরে আসে সে। কাউকে কিছুই বলে না। একদিন ছোট বোন মুমুকে স্কুল থেকে আনতে গিয়ে রবিনের মুখোমুখি হয় অহনা। রবিন অহনাকে বিয়ের প্রস্তাব দেয়, রাজি না হলে মুঠোফোনে একটি ভিডিও দেখিয়ে ভয় দেখায়। অহনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

অনুমতি প্রার্থনা – Onumoti Prarthona – NTV Eid Telefilm 2015

এনটিভিতে ঈদের পরদিন বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি অনুমতি প্রার্থনা। লিখেছেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন শমী কায়সার, মাহফুজ আহমেদ, আনিসুর রহমান মিলন, মিথিলা প্রমুখ।

নীলগিরির রাস্তায় পাহাড় ধসে পড়েছে। সব পথ বন্ধ। ফিরে যাওয়ার উপায় নেই। অতনু নীলগিরিতেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। নীলগিরিতে কোনো কটেজ খালি নেই। বিপদে পড়ে যায় অতনু। পথে দেখা হয় রিয়ার সঙ্গে। দুজনই খুব অবাক হয়। বছর পাঁচেক আগে অতনু আর রিয়ার ডিভোর্স হয়।

সাবলেট – Sublet – NTV Eid Telefilm 2015

এনটিভিতে ঈদের দিন বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত টেলিছবি সাবলেট। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সজল, সুমাইয়া শিমু, দিলারা জামান, কিসলু, মুনির প্রমুখ। নাম বিভ্রাটের কারণে আঞ্জু শাহীনের সঙ্গে সাবলেট থাকতে গিয়ে বিপাকে পড়ে। পরবর্তীকালে বাড়িওয়ালার হস্তক্ষেপে একটা সমাধান হয়। কিছুদিন পর একই বাড়িতে সাবলেট নিতে এসে পরিচয় হয় মনির আর নাহিনের। পরিচয় থেকে পরিণয়। ওদিকে আঞ্জু আর শাহীনের মধ্যে শুরু হয় সংঘাত।

মেট্রোপলিটন প্রেম – Metropolitan Prem – NTV Eid Telefilm 2015

এনটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মেট্রোপলিটন প্রেম। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন নিশো, অর্ষা, প্রভা, শবনম ফারিয়া প্রমুখ। এটা মঞ্জু, সাফা, জোছনা ও জারার গল্প। একজন ডামি ম্যানের সঙ্গে নায়িকার প্রেমের গল্প। শহুরে কবির সঙ্গে একজন ফুলওয়ালির বিরল টানাপড়েন। একটি পুরুষ চরিত্র, তিনজন নারী চরিত্র। সেসব নারীরও ভালোবাসার মানুষ আছে।

NTV Eid-ul-Fitr 2015 Programme Guide

NTV Eid Day 2015 Programme Guide

08:45     Kids Hour: Ananda Jhorna
09:30     Special Dance Programme: Aha Ki Ananda
10:05     Bangla Film: Fandh
14:35     Eid Tele Film: Sub-Let
17:30     Kids Hour: Chotto Tarar Golpo
18:35     Eid Natok/Drama Serial: Vanity Bag
20:10     Serial: Ekti Adarshaw Biddyalay
21:15     Dance Programme: Ekti Chander Shathey Koto Tara
21:50     Drama Serial: Story Board
23:15     Eid Natok: Presser Cooker

 

NTV 2nd Day of Eid 2015 Programme Guide

08:20     Dance Programme: Nitto Chando Ananda
08:45     Musical Programme: Shomporko Jurey Gaan
10:05     Bangla Film: Amar Praner Preo
14:35     Eid Tele Film: Onumoti Parthona
17:30     Musical Programme: Shurer Bhuvon
18:35     Eid Drama Serial: Vanity Bag
20:10     Eid Serial: Akasher Thikana
21:15     Musical Programme
21:50     Eid Drama Serial: Story Board
23:15     Eid Natok: Ator Munshi

 

NTV 3rd Day of Eid 2015 Programme Guide

08:20     Magazine Programme: Jadur Pencil
08:45     Musical Programme: Shomporko Jurey Gaan
10:05     Bangla Film: Ki Prem Dakhaliy
14:35     Eid Tele Film: Metropolitan Prem
17:30     Eid Musical Programme
18:35     Eid Drama Serial: Vanity Bag
20:10     Serial: Abhavey Choley Jeona

You Might Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>