Mother’s Day messages in Bangla
মাগো,যেথায় ঘুমিয়ে তুমি
সেথায় ছুটে যাই,
তোমার পাশে দাঁড়িয়ে আমি
মন-প্রান জুড়াই।
মাগো, দেখতে কি পাও তুমি
ভেজা মুখ আমার?
মাগো, শুনতে কি পাও তুমি
এই বুকের হাহাকার?
চাঁদ হাসে,তারার পাশে
রাতের ঐ আকাশে,
হাসনাহেনায়,গন্ধ বিলায়
পূবালী ঐ বাতাসে।
রাত্রি নিঝুম,আসেনা ঘুম
হৃদয় ভেঙে ছারখার।
কত দিন কত রাত
কত যে বছর,
সুখে আছে না দুঃখে আছ
পাই না খবর।
তোমার বিরহে এই দেহে
ঝলছে অনল বারবার।
যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।
মা “মমতার মহল”মা “পিপাসার জল”মা “ভালবাসার সিন্ধু”মা “উত্তম বন্ধু”মা “ব্যাথার ঔষুধ”মা “কষ্টের মাঝে সুখ”মা “চাঁদের ঝিলিক”মা “স্বর্গের মালিক”
“মা মাগো মা_আমি এলাম তোমার কোলে,তোমার ছায়ায় তোমার মায়ায়# মানুষ হব বলে।””হয়ত তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ালে”
প্রথম স্পর্শ “মা”প্রথম পাওয়া “মা”প্রথম শব্দ “মা”প্রথম দেখা “মা”আমার জান্নাত তুমি “মা”
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে।
তার মায়ায় ভরা সজল বীথি সেকি কভু হারায়
সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা। বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা।
তার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি উঠে
আলতা পড়া পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে।
প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুখের ঘরে
সেই যে আমার মা। বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা।
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে।
তোমার মতো ভাল আমায়,
কেউ বাসেনা মা ,
তোমার ভালবাসার কোন,
হয়না তুলনা
মায়ের জন্যে অনন্তকালের ভালবাসা,
দুই পা জড়িয়ে লাখো-কোটি সালাম!
সেই যে আমার মা। বিশ্ব ভুবন মাঝে তাহার নেই কো তুলনা।
মা কথাটি ছোট্ট অতি
মা দিবসে পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা। ….. মা তুমি দীর্ঘজীবি হও।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ ‘মা’।
একটি আশ্রয়ের নাম ‘মা’।
সবচেয়ে নিরাপদ জায়গা ‘মা’।
মা গো তোমায় অনেক ভালবাসি…!